.       সময় এসেছে
জং ধরা দেহের খাপ থেকে বের করো  
এবার শানানো প্রতিবাদী তরোয়াল,  
চেতনার প্রতি কোষে কোষে জ্বালাও
দৃঢ় সাহসিকতার সবুজ রঙ মশাল।  
  
        সময় এসেছে
কাঁপা কাঁপা ভীতি জড়ানো কণ্ঠে ভরো  
এবার পাথরের মতো কঠিন স্লোগান।  
বঞ্চিত মনের কালো মেঘ থেকে, জবাব
দেবার বিদ্যুৎ টেনে এনে ভরাও প্রাণ ।


         সময় এসেছে
জীবনের মাটিতে অন্যায়ের গন্ধ শুঁকে  
শুষ্ক বারুদের মতো বিস্ফোরিত হবার,  
হিংস্র হিংসা জড়ানো সন্ত্রাসী শাসনকে
দুরন্ত দু'পায়ে পিষে মাড়িয়ে যাওয়ার ।  


        সময় এসেছে
উল্কা পিণ্ডের মতো এবার পোড়াতে হবে  
স্বৈরাচারীদের বুকে থাকা নগ্নতার অরণ্য।
মানবতার ভূমিতে সাম্যের প্রভা দিয়ে  
চারিপাশে শান্তি ছড়িয়ে দেওয়ার জন্য।  


           ******