ফুলের পাপড়ি হাওয়ার গান
উদাস দুপুর পাখির স্নান,
প্রজাপতির ডানা রোদের আদর
মেঘেদের ঘুম নদীর উপর
আজ সব কিছুই তোমরা নিয়ে যাও ।


মেঘের পালকি পাতার বাঁশি
সবুজ ঘাসে শিশির হাসি,
রঙিন কলম কাব্য খাতা
সুখ জড়ানো নকশি কাঁথা
আজ সব কিছুই তোমরা নিয়ে যাও।


কাশের খুশি শিউলির গন্ধ
মাতাল নদী ঢেউয়ের ছন্দ,
মাছরাঙা ঠোঁট মাছেদের ঝাঁক
পড়ন্ত বেলা পথেরই বাঁক
আজ সব কিছুই তোমরা নিয়ে যাও।


জোনাক আলো জোছনার জল
চাঁদের স্বপ্ন বলাকার দল,
সমুদ্র সুখ  শুভ্র ঝিনুক
সফেন হাসি বালুকার বুক
আজ সব কিছুই তোমরা নিয়ে যাও।


যদি পারো আজ এই মনে  
ব্যথার শঙ্খ বাজা ক্ষণে
শুধুই তোমাদের স্পর্শতা রেখে যাও।


                  ******