একদিন তোমরা কিছু হালকা  নীল রঙ
এ হাতের উপর রেখে আমায় বলেছিলে-
''এ রঙ ভালোবাসার, এ রঙ সহনশীলতার,
এ রঙ মেঘহীন মুক্ত জীবন আকাশের সুখ।''  
তারপর জানিনা কেমন করে বেঁধে দিয়েছিলে আমায়
অপার এই বিশ্বের সৌন্দর্যের মধ্য কবিতার আঁচল দিয়ে।
যে আঁচলে মনের সব দুঃখ কষ্ট কান্নার নোনা জল  
মুছে ফেলে আমি একের পর এক লিখে গিয়েছি
তোমাদের জন্য ভালোবাসার কবিতা পড়ন্ত বিকেলের গায়।
যে রঙে এঁকেছি অপরাজিতা ফুলের পাপড়িতে পাপড়িতে
এক সাথে থাকার ছবি।
শ্রাবণ সন্ধ্যার বৃষ্টি চেনার মতন তোমাদের ঝরে পড়া প্রতিটি
অনুভবের কণাকে চিনেছি আমিও অচেনা আদরে। আর
অচেনা আবেশে ডুবে থেকেছি চাঁদ তারা ফুল পাখিদের সাথে,
শুধু পাঁজরের  ফাঁকে ফাঁকে কিছু সুখের পরাগ মেখে
একসাথে ভালো থাকবার তরে ।    


আজ হালকা নীল রঙ গুলো ভারী করে
তোমরা কেনো আমায় ভিন্ন করে দূরে চলে যেতে চাও!
পরিয়ারী পাখিদের মতন হৃদয়ে বিষণ্ণতার বকুল ঝরিয়ে ?
কেনো আঁধারের জঠরে পুরে দিয়ে ভেঙে দিতে চাও
আমাদের সুখের পৃথিবী ?    
আমার তো বেশী কিছুই চাওয়ার ছিলো না !
ছিলো না কিছু নেবারও তোমাদের থেকে !  
শুধু চেয়েছিলাম এক সাথে বাঁচতে কবিতার আঁচলের তলে
খুশির স্নিগ্ধতায়, আর চেয়েছিলাম
হাত বাড়ালে জেনো ছোঁয়া যায় তোমাদের বন্ধুত্বের হাত ।  
জানিনা আজ কেনো দূরত্ব বাড়াতে চাও
আমাদের সম্পর্কের মধ্য?
কেনো চাও বেদনার বিষ ঢালতে এ শরীরে ?
যদি পারো বলে যেও শুধু একটি বার -
কোন ভুলের বীজ বৃক্ষ হলো তোমাদের হৃদয় মাটিতে ......
  

                *********