না বলা কথা গুলো চির কুমারী থাক  
আমি তা কোন দিন চাইনি,  চাইনি কিছু নীরব  
ব্যথার মশাল পোড়াক তোমাদের দীর্ঘদিন ধরে
আঁধার পোড়ানো আলোর মতন।
সম্পর্কের নদী গুলো যন্ত্রণার মরু সাহারায়
এসে গতি হারিয়ে শুকিয়ে যাক এভাবে তাও চাইনি কখনো ।
চাই নি সংশয়ের হাত ধরে অপরাধ বোধের করাত কাটুক
পরস্পরের হৃদয়কে সারাক্ষণ।


শুধু চেয়েছি ভরসার ফেনিল জলের সুখের উচ্ছল স্রোত
গায়ে মেখে হেঁটে যেতে আরো কিছুক্ষণ তোমাদের সাথে।
আর চেয়েছি আমাদের মাঝে থাকুক চিরদিন সবুজ রঙ,
বৃষ্টি থামার পর গাছের পাতার উপর শরীর ঢালা
চকচকে কিছু আলো । যে রঙে লেখা হবে আমাদের
ভালো থাকার, ভালোবাসার গান।  
যে আলোতে সঞ্চিত মেঘলা অভিমান গুলো গলে গিয়ে  
বৃষ্টির মতন ঝরে পড়বে খুশি হয়ে বিশ্বাসের গায়,
ভিজিয়ে দেবে হৃদয়ের ঊষরতা,  
ভাসিয়ে দেবে সকল ভুল বোঝাবুঝির ধুলো।


                    ******