যে সুরে তোমাদের প্রথম হয়ে ছিলো চেনা
সেই প্রথম সুর আজ আমায় শোনাতে পারো কী ?
আমি গুছিয়ে নেবো ঠিক নিজেকে আবার ; হেলে যাওয়া
গাছের মতন আবার ঠিক উঠে দাঁড়াবো, ঝড়ে বিধ্বস্ত হওয়া
গ্রামের কাঁচা বাড়ি গুলির মতো আবার ঠিক নতুন করে  
একটু একটু নিজেকে তৈরি করবো,
নতুন কিছু সৃষ্টি করবার লক্ষ্যে ...  

আজ শুকনো কাঠের ভেতর বাসা বেঁধে থাকা পোকাদের মতন  
এ হৃদয়ে বাসা বেঁধেছে যন্ত্রণার পোকারা। শূন্যতার মহা শূন্যে
হারিয়ে গেছে চোখের সব স্বপ্নরা; বুকের চারিদিকে ধু ধু নিরাশার  
বালিতে ঢাকা পড়ছে মনের শেষ আশা টুকুও...  
যদি পারো  তোমরা সেই সুরের বৃষ্টিতে আজ একটি বার
ভিজিয়ে দাও, নিভিয়ে দাও এ মনের সবুজ অরণ্য জুড়ে লাগা
গনগনে বেদনার আগুন । দেখো আমি নতুন প্রাণ নিয়ে আবার
সবুজে সজীব হয়ে উঠবো।  ছড়িয়ে দেবো তোমাদের মাঝে
খুশির ডাল-পালা , মেলে ধরবো কিছু সঙ্ঘবদ্ধ উপস্থাপনায়  
প্রীতির পাতা আর আনন্দের পাপড়ি .........


              *****