আমি তো দূরত্ব চাই নি !
চেয়েছি তোমাদের চোখের সীমান্তে এক ফালি
নীল দিগন্তের মতো ছড়িয়ে থাকতে ...


আমি তো একাকীত্ব চাই নি !  
চেয়েছি চাঁদ তারা ফুল পাখিদের মতো তোমাদের
একটু মুখরতায় ভিজে থাকতে ...


আমি তো অধিকার চাই নি!  
চেয়েছি তোমাদের মনের এক মুঠো মাটি, যার
ভেতর রেখে দিতে পারি আমার একটু অস্তিত্ব...

আমি তো হিসেব চাই নি!
চেয়েছি তোমাদের হৃদয় খাতার উপর কোন এক
সংখ্যার মতো বুঝে নিতে বেঁচে থাকার অর্থ ...


আমি তো আধিপত্য চাই নি !
চেয়েছি তোমাদের দুঃখের আঁধার রাতে ছোট্ট
একটা জোনাকির মতো জ্বলে থাকতে ...


আমি তো জটিলতা চাই নি !
চেয়েছি তোমাদের চলার পথে ছোট্ট এক নামহীন
ফুলের মতো সরলতায় ফুটে থাকতে ...


আমি তো বিষণ্ণতা চাই নি !
চেয়েছি তোমাদের ঠোঁটের উপর টুকরো অনুভবের
কণা হয়ে ছড়িয়ে দিতে একটু হাসি স্নিগ্ধতা ...  


আমি তো অস্বচ্ছতা চাই নি!
চেয়েছি তোমাদের হাতের উপর হাত খানি রেখে
শুধু একটা উজ্জ্বল বন্ধুত্বের সাযুজ্যতা ...
  


           ******