এই শহরে
ইমারতের শিঙ
আকাশ ফুঁড়ে ।


    ২
দাঁড়িয়ে বৃদ্ধা
আপনি তো যুবক
দিন সিট'টা।


    ৩
দুধ চায় ও  
চায় না শিশু রক্ত  
যুদ্ধ থামাও।


     ৪
জঙ্গল এত
গলে না সাপেরই
জিভ পর্যন্ত।


     ৫
কবির চোখে
সব কিছুর মধ্য
সৌন্দর্য থাকে ।


      ৬
জোছনা জলে
জোনাকিদের স্নান
বড় তৃপ্তির।


    ৭
এ অভিমান
ব্যবধানের নয়
ভালোবাসার ।

      ৮
অন্যের কষ্ট
প্রীতি দিয়ে করতে
হয় যে নষ্ট।  


   ***