এভাবে তুমি নীরব হয়ে আছো কেনো?
আবার কোনো বিষণ্ণতার মেঘ কি জমাট বেঁধেছে
তোমার হৃদয়ের নীল আকাশে ... নাকি কোনো
এলোমেলো মন খারাপি চিন্তার হাওয়া
বইছে তোমার বুকের চারিপাশ জুড়ে ?  
তুমি তো বলো 'নীরবতা দুঃখের স্মৃতিকে মনে করায়,  
জাগিয়ে দেয় পুরনো ব্যথা আগ্নেয়গিরির লাভার মতো'।
তবে তুমি এভাবে কষ্টের কষ্ট নিচ্ছো কেনো
নীরবতায় ডুবে থেকে; তুমি তো জানই
তোমায় নীরবতার অবয়বে মানায় না কখনো ......  


          ******