.                ১
   সব বীজ মহীরুহ হয় না
সব ভাবনা পূর্ণ কবিতা হয় না ...


                   ২
সময় কখনো ফাগুন, কখনো বা আগুন হয়ে ওঠে
যখন ফাগুন হয় তখন সবাই থাকে; আর
যখন আগুন হয় তখন কেউ থাকে না ।  
শুধু থাকে দু'চোখে একটা বৃষ্টির অপেক্ষা ...


                     ৩
এক জন শুধুই ভেবেই গেলো তার একটা ফোন কল
      হয়তো অন্যের অসুবিধা করবে ...
আর এক জন শুধুই অপেক্ষা করে গেলো তার কখন
        একটা ফোন কল আসবে।
  জীবনের চেনা সম্পর্করা বড়ই অদ্ভুত ...


                   ৪
অভিমানী চাঁদ আজ নিজেকে মেঘে ঢেকেছে
        রাত্রি হয়েছে তাই ভীষণ কালো,
জোনাকি'রা না হয় তাদের মতন করে শুধুই
         ছড়াক চারি পাশে তার আলো ।
                      
                    ৫
     পোয়াতি কষ্টে কষ্ট পাক মন
তবু নষ্টের পথে না যায় যেন জীবন।  

                  ****