চিৎ হয়ে পড়ে থাকা দু'হাত মেলা খাতার উপর  
যে ভাবে ঘুমিয়ে যায় কবিদের ক্লান্ত কলম, তুমিও ঠিক সেভাবে  
আমার বুকের উপর মাথা রেখে আজ ঘুমিয়ে যাও সবুজ মেয়ে ।
    তোমার প্রতিটি নরম নিশ্বাসে- প্রশ্বাসে
ভিজুক আমার জমাট বাঁধা সারা দিনের সকল ক্লান্তি ,
   দূরে ভেসে যাক অক্লান্ত পরিশ্রমের স্মৃতির খোসা;  
আর আমার নৈরাকার রঙিন অনুভূতিরা খুঁজে পাক
         সম্মোহিত পরাকাষ্ঠার সুর...      
      
  মেঘের গায়ে লেগে ভেঙে পড়া গুঁড়ো গুঁড়ো জোছনার মতো
আমাদের অনুরাগ জড়ানো নৈসর্গিক চাওয়া পাওয়ায় গুলোও
    ঝরে পড়ুক, আজ আলতো স্পর্শে পরস্পরের মনের
           শাদ্বল জুড়ে সারা রাত নিঃশব্দে...  
     নিরঙ্কুশ প্রেমের পরাগ মেখে স্বপ্নরাও ভালোবাসার  
সাত রঙ দিয়ে দু'চোখে আঁকুক আবার নতুন একটা ভোর ...


                   ******