.                     আমরা বসে থাকি আজও  
ধোঁয়া মাখা পথের ধারে, ফুটপাতে, গাছের তলায়, বড় বড়  
মন্দিরের পাশে, ওভার ব্রিজে সিঁড়ির ভাঁজে, গুঁড়ো গুঁড়ো কিছু  
আশা নিয়ে । গ্রীষ্মে ফাটা মাটির মতো হাহাকারের কোরাস
গাইতে গাইতে দারিদ্র্যতার জঠর থেকে মুক্তি পাওয়ার জন্য।


                  আমরা চেয়ে থাকি আজও  
কিছু সহৃদয় ব্যক্তির দু-একটা করুণার আধুলি ছিটকে এসে
হয়তো আমাদের ধুলো মাখা প্রস্ফুটিত হাত স্পর্শ করে বলবে-  
''এবার চোখের কোণে মুছে ফেলো ধূসর চিন্তার জলকণা,  
মন থেকে ঝেড়ে ফেলো সাময়িক ভাবে ক্ষুধার্ত তৃষ্ণার বরফ।''  


                 আমরা জেগে থাকি আজও
উঁচু উঁচু ইমারত গুলোর পাশে এক কোণায় ধুলো আবর্জনার  
সাথে, যন্ত্রণা কষ্টের দাপাদাপি করা জীবন নিয়ে। সারা রাত  
হাড় কাঁপানো শীতে ফড়িং এর মতো কাঁপতে কাঁপতে, চাঁদের  
এক ফালি জোছনাকে  কান্নার  নোনা স্বাদ চেনাতে চেনাতে।  


                আমরা টিকে থাকি আজও
আলো-আঁধার প্রসব করতে করতে এগিয়ে চলা ক্লান্ত সময়ের
হাত ধরে, কারো মমত্ববোধের ফসল কুড়িয়ে, কারো অবহেলিত
বাঁকা দৃষ্টির পাথর হৃদয়ে হজম করে; দারিদ্র্যতার দিনলিপিতে  
নিত্য বেদনার স্বাক্ষর দিয়ে দিন বদলের এক আকাঙ্ক্ষা ঊষা নিয়ে ।


                      *******