আর নয় নিষ্ঠুর অত্যাচারী'দের অত্যাচারের নীল ছোবল খেয়ে  
মরণ বিষের ছটফটানি সহ্য করে যাওয়া ...  আর নয়
পাষণ্ড'দের করাল নগ্নতার তাণ্ডব লীলা নীরব শ্রোতা হয়ে দেখে
যাওয়া, তাদের শাণিত দাঁত নখের ভয়ে জড়সড় হয়ে মনের    
ঘরে আগল দিয়ে ভয়ে শঙ্কিত হয়ে নীরবতার সাথে
সহবাস করে যাওয়া ;  
আর নয় ! আর নয়!  ও বন্ধু আর নয় !  
        আজ ভাঙা ভাতের
ফ্যান উপচে পড়া জ্বলন্ত উনুন থেকে দীর্ঘ দিনের
জমাট বাঁধা ক্ষোভের রগরগে লাল আগুন মেখে নাও তুমিও শরীরে ।
কণ্ঠে ভরে নাও তীব্র স্লোগান শব্দের কঠিন ইট পথর।    
বুকের পুঞ্জিভূত দুঃখ যন্ত্রণার কালো মেঘের কোষ ছিঁড়ে  
তুমিও টেনে আনো বিদ্রোহের বিদ্যুৎ ... জ্বালাও জেহাদি মশাল ।
নিপীড়িত লুণ্ঠিত বঞ্চিত হওয়া তোমার ভুখা দেহের খাপ থেকে  
বের করো আজ প্রতিবাদের শাণিত তরোয়াল।
উঁচিয়ে ধরে পাষণ্ড গুলোর চোখ বরাবর  
নাক বরাবর ... মুখ বরাবর ...
দিয়ে দাও তার হিংস্র কঠোর পদাঘাতের উত্তর।
লেখা হবে হোক আজ আরও একবার নতুন  ইতিহাস,      
রক্ত স্নাত হবে হোক আজ আরও একবার ভুখা মরুভূমি জীবন....  
   যে রক্তের প্রতিটি ফোঁটা থেকে
অঙ্কুরিত হবে সাম্য'তার বীজ ফুটবে শান্তির কিশলয়।  


              ******