সূর্য না ডুবতে ডুবতেই গোধূলি আকাশ থেকে একমুঠো আগুন নিয়ে
সাঁতরে সাঁতরে চলে এলে মনের ভেতর আজ তুমি
      আমায় পোড়াতে 'নরম দুঃখ'!      
           আচ্ছা! বেশ তাই কাছে এসো।    
তা আজ কী মনে করে, কতো দিন থাকবে?
তোমার দলের যন্ত্রণা,  হতাশা, কষ্ট,বিষাদ'রা সব কেমন আছে ?
তারা এখন নিজেদের মতন উন্মত্ততায় যে যার অন্যের হৃদয় ভাঙছে ,
               স্বপ্ন পোড়াচ্ছে ,
       সুখের টুটি চিপে ধরছে বুঝি?
আচ্ছা শোনো 'নরম দুঃখ'! আমি কিন্তু গতকাল কিছু নতুন স্বপ্নের চারা
পুঁতেছি হৃদয় জমিনে, ও গুলো তোমায় দিতে পারবো না।
      জোর করো না!  জুলুম করো না।
               কেড়ে নিও না ...


            কী খাবে বলো --
ছোট ছোট আশা, ছোট ছোট ইচ্ছে, নাকি টুকরো সুখের অনুভূতি।  
ভেবো না শেষ আছে  আমার চোখের জল তোমার তেষ্টা মিটে যাবে,  
          তবে তাড়াতাড়ি খেয়ে
       আজ রাতেই বিদায় নিও কিন্তু ...    
তোমার বাপ ঠাকুরদার মতো আবার ঘাঁটি বেঁধো না জেনো।


          
জানি 'নরম দুঃখ' তুমি আমার কিছু নতুন স্বপ্নের চারা মাড়িয়ে যাবে আজ,  
টুকরো সুখের ইচ্ছে অনুভূতি গুলো ছিনিয়ে নেবে।  
    তবে 'নরম দুঃখ' তুমি কোন দিনও টের পাবে না ,
        তোমার অপ্রত্যাশিত এই জুলুমের ফলে,  
হৃদয় মাটির গভীরে এ মন যোদ্ধার মতো কতটা দৃঢ় শপথ নিয়ে
     আবার জেগে উঠবে তার স্বপ্নের পথে  
                         তার লক্ষ্যের পথে
                             তার নির্ভরতার পথে.......
আর একদিন সে তোমার আগমনের প্রতিরোধ ঠিক গড়ে তুলবে।
গড়ে তুলবে সুখের পা দিয়ে তোমায় ঠিক মাড়িয়ে চলে যাবার
            সাহসিকতা - শক্তি - সক্ষমতা .....


                     *******