গামছা দিয়ে শিশুটা পিঠে বাঁধা, মা বইছে ইট ভাটার ইট,  
বাপটার যে ভীষণ অসুখ! মা বাঁধছে তাই ছেঁড়া সংসারে গিঁট।      


কালো সময়ের পথ মাড়িয়ে, রোজই তার এখানে চলে আসা  
জীবিকার সন্ধানে, কিছু উপার্জনে, বাঁচাতে নূন্যতম কিছু আশা।
  
রাগী রোদে গা পুড়ে যায়, শিশুটা কাঁদে খিদের জ্বালায় ভীষণ
লোকে বলে ''এই ছুঁড়ি শিশুটারে না খাইয়ে আর রাখবি কতক্ষণ।''


মাতৃদুগ্ধে কান্না থামে, ক্ষুধার্ত পেট ভরে কি কখনো পুরোপুরি?
মায়ের চোখেতে কান্না নামে, ভাবে কবে প্রস্ফুটিত হবে এ কুঁড়ি।


পরিশ্রমের ঘাম শরীর বেয়ে নামে! জেনো কর্ম মুক্তি প্রতিবাদ,  
মায়ের পিঠে জিভ বুলিয়ে শিশুটিও বুঝে নেয়ে দারিদ্র্যতার স্বাদ।


দিনের পর দিন লড়াই করা, বেঁচে থাকা অভাবের জিভের তলে;
একটা নতুন দিনের আশায় ওদের ঘুমিয়ে যাওয়া মাটির আঁচলে।


                        ******