.            ঘরের চালায় কুলো'র উপর  
      রোদে শুকনো হচ্ছে শুঁটকি মাছ ; বাচ্চা গুলো
  রোগা পথের উপর নানান খেলা খেলছে কিলবিল করে,    
     কেউবা খাচ্ছে নিঃশ্বাস বন্ধ করে 'ঢ্যাপের খই',    
    কেউবা ভাঙা ভাঙা টক পান্তা জিভে কাঁচা লঙ্কা ঘসে।
পাশেই বৃদ্ধা সেলাই করছে ছেঁড়া কাপড় জুড়ে জুড়ে কাঁথা।
              বউরা বুনছে বেতের ঝুড়ি;  
  মরদ গুলো গিয়েছে ঢেউ এর সিঁড়ি ভেঙে ভেঙে
  মাঝ দরিয়ায় ডিঙি নিয়ে, প্রতিকূল পরিস্থিতি'র সাথে
          লড়াই করে মাছ ধরতে  ...
         এক মুঠো সুখের জন্য,  
         এক বেলা পেট ভরে দুটো খাওয়ার জন্য,
বাচ্চা গুলোর সেফটিপিন মারা ছেঁড়া জামাটা বদলা বার জন্য,
      দারিদ্র্য অভাব ভরা জীবনের শিকড় দিয়ে
             একটু সচ্ছলতার মাটি আঁকড়াবার জন্য .........


                ***************



*ঢ্যাপের খই=> শাপলা ফুলের বীজ থেকে তৈরি এই ঢ্যাপের খই, কোথাও কোথাও একে ভ্যাট ভাজাও বলা হয়ে থাকে। এটি এতটাই হালকা যে খাওয়ার সময় যদি ভুলে করে নিঃশ্বাস ছাড়া হয়ে থাকে তা বেশির ভাগ উড়ে যায়। *