** আমার ২০০তম  কবিতার পাতায় আপনাকে স্বাগতম**
---------------------------------------------------------------


কথা ছিলো ক্ষমতা সিংহাসন পাওয়ার পর সচেতনতার হুইসেল বাজিয়ে
দুরন্ত গতিতে ছুটবে উন্নয়নের ট্রেন প্রগতির জংশন ধরে সবুজ সংকেতে।
পথ ঘাট সব পুরাতন জং ঝেড়ে ফেলে সেজে উঠবে, নতুন পাথর কুচি
দিয়ে সুন্দর ভাবে বুজিয়ে দেওয়া হবে তার ক্ষত স্থান। পাশে রোপিত হবে  
সবুজ চারা গাছ। যার ছায়ায় পথ চলতি মানুষ পাবে ক্লান্তি মোছার ক্ষণিক
অবসর, বুক পেতে শুয়ে থাকা রাস্তার হাড়েও ফুটবে হাসি।  তবু আজ
''প্রতিশ্রুতি'রা খুচরো পয়সার  মতো উদাসীনতার ফুটো পকেট দিয়ে
অলসতায় গলে যায়।''


কথা ছিলো বাজার নিয়ন্ত্রণের ঘোড়া ছুটবে হাতের নিয়ন্ত্রণে, ভাঙা ভাঙা
ভাতের পাশে অনন্তও 'কুমড়ো ফুলের বেসন বড়ার' বদলে পড়বে কোনো
একটা সবজি। দূর হবে বুকের পাঁজরে বাসা বেঁধে থাকা অভাবের যক্ষ্মা।  
কান্নার জলে ভেসে যাবে না  আর কোন রঙিন আশা।  আবর্জনার মতন
কোনো জীবনকে ঝাঁটিয়ে এক কোণে করতে পারবে না কেউ! তবু আজ  
খ্যাপা ষাঁড়ের মতন বাজার দর ছুটছে নিয়ন্ত্রণ হীন,  পদপৃষ্ঠ হচ্ছে জল
কাদায় সারাদিন কাটানো ঘামে ভেজা ভুখা পেট। ''ক্ষমতা পাওয়া মোহ-
গ্রস্ত চৈতন্য বোধ বিলাসী বিহ্বলতার পাশবালিশ জড়িয়ে ঘুমিয়ে থাকে।''  


কথা ছিলো প্রীতির ফুলে মানবিকতার বেল পাতায় শালীনতার ঘি ঢেলে
শুভ সমাজ সংস্কৃতির যজ্ঞে করবে যথাযথ পৌরোহিত্য। ন্যায়ের যূপকাষ্ঠে  
অশ্লীলতার বলি দিয়ে করবে শুদ্ধতার গঙ্গা স্নান, কপালে লাগাবে মানুষের
পাশে থাকার অঙ্গীকারের তিলক, জড়াবে সত্যের নামাবলি।  তবু আজ
রক্তে ভেজে মাটির বুক, খুনের পর খুন,  হুমকির ঈগল ছো মেরে এসে
তুলে নিয়ে যায় লাবণ্য সবুজ শরীর! শীৎকারে কেঁপে ওঠে প্রকৃতির সবুজ
আঁচল। কেঁদে ওঠে  জীবনের সাথে নরম হাওয়া'রাও।  লোলুপ দৃষ্টির
কাছিতে বেঁধে, হিংসার করাত চালিয়ে মহীরুহের মতন কেটে ফেলা  
পারিপার্শ্বিক সাম্য বোধের শরীর। '' বদলায় না সমাজের শরীর থেকে  
লেলিহান হিংস্রতার অন্তর্বাস, কলুষতার করাল চশমা।''  


কথা ছিলো প্রভাতের কাঁচা রোদের মতন ভিজিয়ে যাবে শিক্ষার আলো
সব ছিপি খোলা, হাড় ভাঙা ঘরের আঙিনা। পটলা, ক্যাবলা, পুটু-দের চোখ
চিনবে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। ধুলো মাখা জীবন  দীর্ঘ দিন জল না পাওয়া ফুল  
গাছের মতো সঠিক স্বাস্থ্যে'র জল পেয়ে ফোটাবে দু-একটা হাসির মল্লিকা।  
আশ্রয়হীন দুর্দশাগ্রস্ত মানুষ পাবে এক টুকরো চালা। কাজ পাবে বেকার যুবক,
ঘুচে যাবে তার পিঠে বসা অবমাননার, বেদনার স্যান্ডেল চটির আদর।
তবু আজও হায়! জীবনের বুকে স্বপ্নের লাশ পচে পচে জ্বলে ওঠে যন্ত্রণার
মিথেন। ছেঁড়া ছেঁড়া আশা গুলোকে গিঁট বেঁধে বেঁধে টিকিয়ে রাখা নতুন
একটা সকালের প্রত্যাশায়। আর ''ক্ষমতার সিংহাসনে বসে থাকা ব্যক্তি
গুলোর দিকে ভুখা পেটের প্রশ্ন ছোটে আমাদের ভালো দিন কোথায়?? ''


                       *********