.          সাইকেলের বাতিল টায়ার গুলো নিয়ে  
   ধূলো মাখা এক মুঠো খুচরো বাচ্চা এখনো খেলে
          এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে... আর
হঠাৎ পুরসভার আবর্জনা বহন করা গাড়ীর আওয়াজ পেলেই,  
    খেলা ফেলে দেয় দৌড় তার পিছু পিছু,
          আস্তাকুড়ে ভাগাড়ের দিকে হৈ হৈ করে ...


         এক মুঠো অখাদ্য কুখাদ্যের আশায়,
      একটা দুটো ভাঙ্গাচোরা জিনিস খুঁটে নেবার আশায়,
       এক- দু টুকরো বাতিল ছেঁড়া পোশাকের আশায় ...
     যাকে খেয়ে, যাকে বিক্রি করে তারা দেবে আরও একটা দিন
        টিকে থাকবার লড়াইয়ে জীবনের চাকায় দম ।
   যা কে জড়িয়ে কাটবে তাদের কঠোর অভাবের জীবনচক্র।  
        
           শিশি বোতল, কাগজ, পরিত্যক্ত প্লাস্টিক,  
   বাতিল পোশাক নিয়ে  আস্তাকুড়ের উপর ওদের কাড়াকাড়ি,  
        মারামারি,  চেঁচামেচি, ঝগড়া-ঝাঁটি চলে অবিরত ...  
ওদের পাঁজরের খাঁজে খাঁজে জ্বলে অভাবের জ্বলন্ত ইস্তাহার।
  চোখের তলায় যেন সেই মন্বন্তরের কঠিন কালো ছাপ;
        উসকো খুসকো তামাটে চুল, কালো শীর্ণ দেহ গুলো
                যেন জানান দেয় ওদের  
   চরম দারিদ্র্যতার শিকল বেড়ি পরা জীবনের কথা...


      বর্তমানের কাঁধে হাত রেখে বয়ে যায় বিলাসী জীবন;
        আপন ব্যস্ততার স্রোতে ডুব দিয়ে
             দিন-রাত্রির মোহনায় ভেসে ওঠে নিজেদের মতন।  
      তাই  কে বা নেবে ? কে বা রাখবে ? এমন
            খুঁটে খাওয়া শৈশব জীবনের খোঁজ...        
   যাদের ক্ষুধার্ত পেট শরীর 'খাওয়ার চাই' 'খাওয়ার চাই' শ্লোগান
       তুলতে তুলতে  ঘুমিয়ে যায় কান্নার জল কাদায় .........


                
                         ******