.       হৃষ্টপুষ্ট মাস্তান মশা গুলো মাঝ রাতে আসে  
'কালো চর্বিতে ভরা' সমাজের উন্মত্ত লোলুপ শূকর গুলোর কাছে।
নেয় হিংসার জীবাণু, নেয় অন্যকে মারবার প্রস্তাব স্বরূপ ভাইরাস।


           রাতভর চলে গোপন বৈঠক    
   কোনো এলাকায় সন্ত্রাস সংক্রমণ করে দখল নিতে হবে,  
     কোনো জীবনকে পাঠাতে হবে হাসপাতালে,  
   কোনো সবুজ প্রাণকে নিভিয়ে দিতে হবে চিরতরে,
        কিছুই বাদ যায় না তাদের আলোচনায়।  


  ভোর রাতে মশাগুলো তাদের রফার পাঠ,
     আলোচনার পাঠ চুকিয়ে
             কথা মত কাজ শুরু করে দেয় ...


              মৃত্যুর পর মৃত্যু ঘটায় ,
    ঢেলে দেয় আতঙ্কের বিষ জীবনের বুকে।
      স্বজন প্রিয়জন হারানোর কান্নায় ভাসায় চোখ।
        নিভিয়ে দেয় কারো বা বংশ প্রদীপ।
      
                      এসবে
  খুব একটা  টনক নড়ে না সমাজের মাথাদের...
''রাতের আড়ালে তারাই নিয়েছে ভক্ষকের সাজ।''
  
                      তাই
   আজ শুধুই অসহায় জীবন গুলো থেকে
      মানবাধিকার প্রশাসনিক'দের দিকে    
                    শ্লোগান ছুটুক-
   ''এবার শূকর ধরো, লোহার মশারিতে ভরো,
            আর মাস্তান মশাদের আঁতুড় ঘরে দাও ব্লিচিং ।''


                      *****