ঘুমিয়ে গেলো রাতের চাঁদ
মেঘের চাদর গায়ে,
একটা জোনাকি রয়েছে জেগে
তবু রাত প্রহরী হয়ে।  


ঘুমিয়ে গেলো রাতের চাঁদ
নদীকে কিছু না বলে,
নদী তাই বইছে এখন শুধুই  
নীরবে ভাটার আদলে।


ঘুমিয়ে গেলো রাতের চাঁদ
অভিমানে অভিমানী হয়ে,
রাত পাখি আকাশ পানে,তবু
আছে যে একলা চেয়ে।


ঘুমিয়ে গেলো রাতের চাঁদ
চারিদিকে আঁধার ফেলে,
একটা মন কত কি ভেবে যায়
তার সাথে কথা হলো না বলে।


               *****