আজ শুধুই কান্না ঝরে রক্ত ঝরে
                চারিপাশে আর্তনাদ কিলবিল,
মাটির সবুজে উঠছে সেজে, হায়!
               তরতাজা প্রাণের মৃত্যু মিছিল।


হারিয়ে গেছে জীবনের ভাষা  
                মানবতাতেও নেই ছন্দ মিল,
অত্যাচার পীড়নের উষ্ণ ধারা
                করে সম্প্রীতির জমি পঙ্কিল।


যন্ত্রণার পলিতে ভরছে মন
               নূন্যতম আশা হয়েছে ফসিল,
আতঙ্কের সাথে দিন গুজরান;
                বারুদের গন্ধে ভরছে অনিল।


ওরে পাষণ্ড আর কত নামবি নীচে
                    ছুঁড়বি হিংসার চাকে ঢিল,
আর কত মৃতের হাড় মাংস খাবি
                তোরা হয়ে হিংস্র শকুন চিল।


তাকিয়ে দেখ পৃথিবী কেমন সুন্দর
                  দূরের আকাশ কেমন নীল,
কোন অভিলাষে করিস এ সব
               কাড়িস জীবন সুখের দলিল?


জিভে জড়ানো লোলুপতার লালা
                মনেতে মাখানো যত অশ্লীল,
ধুয়ে ফেল আজ বলছি তোদের
                শেষ বারের মতো সাবলীল।


ধরতে পারি কাটারি আমরাও  
                আঘাতে করতে পারি কাহিল,
শেষ সতর্ক বার্তা দিচ্ছি তোদের
               হয়ে যা তোরা এবার যত্নশীল।

ভাবিস না মোদের নরম শিলা
                 কংক্রিটের সাথে আছে মিল,
আমরাও পারি ওরে জ্বলে উঠতে,  
               খুলতে বন্দী শান্তির বন্ধ খিল।

                      *******