পাঁজর'টা গোনাই যায়, লিকলিকে শীর্ণ কায়া  
চোখের সামনে এ কি জ্যান্ত জীবন, না কি মায়া।


মায়া যদি হবে, তবে কেন এতো বুভুক্ষু
কান্নার নোনা জলে কেন ভাসবে তার দুটি চক্ষু?


মায়া নয়! অভাবের ছায়া নিয়ে রয়েছে বহু কাল  
এক মুঠো খাদ্যের খোঁজে ঘুরছে দ্বারে সকাল বিকাল।


দরিদ্রতায় দিন গুজরান, খাচ্ছে পীড়নের ছোবল    
কটাক্ষের পাথরে থেঁতলে যাওয়া জীবন, যেন অচল।  


পেটেতে তার শুকনো ইটের মতন জলের খিদে
তবু মারে কামড় পাষণ্ড'রা তার অল্প ভোজন সুখের সিঁধে।


কেড়ে নেয় সুখ, করে ভিক্ষা পাওয়া ধনটাও চুরি
লোক দেখানো মিঠে কথা বলে, আড়ালে শানায় ছুরি।


জবাব চাইছি ওরে পাষণ্ড, এবার জবাব খানা তুই দে  
আর কত করবি অত্যাচার ? বসাবি ছুরি এই ভুখা পেটে?  


ক্ষুধার জ্বালায় পুড়ে পুড়ে ভুখা পেট যে দিন প্রতিবাদী হবে
সে দিন তোদের কে আছে বাঁচাবে,ওরে নীচ দ্যাখ তুই ভেবে।

ভাঙবে ঘাঁটি, তোদের ভিটে মাটি উপড়াবে সমূলে,
ক্ষমা করবে না কভু এমন লোলুপতার লালা মাখানো ভুলে ।


                  ********