.                      একবার আমন্ত্রণ পেলে
ভিন দেশী মেঘের মতো আমি ত্বরান্বিত গতিতে ছুটে এসে বৃষ্টি হয়ে ঝরে
পড়ব সবুজ মেয়ে তোমার অপেক্ষারত হৃদয় তল্লাটে,  খুশিতে ভেজাবো
তোমায়, আর তোমার আকাঙ্ক্ষিত  সব রঙিন ইচ্ছে গুলোকে আদ্যোপান্ত।
প্রেমের জলে ধুইয়ে দেবো তোমার মনেতে জমাট বাঁধা সব দুঃখের ধুলো,
বেদনার বালুকণাকে, ঠোঁটে ফোটাবো শান্তির রেণু মাখা হাসির প্রসূন।    


                        একবার আমন্ত্রণ পেলে
সাগর সম্মুখে বয়ে চলা নদীর মতো আমি সকল পাহাড় সম প্রতিবন্ধকতা  
পেরিয়ে বয়ে যাবো তোমার দিকে সবুজ মেয়ে, ধরবো তোমার রাঙা বসন্ত
জড়ানো হাত। আর তোমার আমার স্বচ্ছ সুনীল ফেনিল আশার স্রোতে স্রোত
মিশিয়ে  তুলবো ভালোবাসার  উত্তাল ঢেউ, ছোঁব  মনের উপর মন ঢেলে
জীবন সুখের কিনারা।  আমাদের শরীরে ভাসাবো প্রণয়ী প্রেমের পানসি।  


                        একবার আমন্ত্রণ পেলে
সুপ্ত বীজের মতো স্বপ্নের মাটিতে বিশ্বাসের শিকড় চালিয়ে আলোর অভিমুখে
আমি ফুঁড়ে উঠবো সবুজ মেয়ে। ফোটাবো প্রেমের ফুল, ছড়াবো নির্ভরতার
শাখা-প্রশাখা, দায়িত্বশীলতার সবুজ পাতা।  আর তোমায় দেবো নিরাপত্তার
শীতল ছায়া। ইচ্ছে,অনুভবের পাখিদের মিলন গানে বড়ো হবে আমাদের  
সবুজ ভালোবাসার মহীরুহ , চারিপাশে ছড়াবে অনাবিল প্রীতির সৌরভ।


                      একবার আমন্ত্রণ পেলে
পাখির ডানায় জড়ানো রোদ্দুরের মতো আমি দখিন হাওয়ার ডানায় চড়ে চলে
আসবো তোমার কাছে ফাগুন হয়ে সবুজ মেয়ে। রাঙাবো তোমায় বসন্তী রঙে,
তোমার কবরীতে ভরাবো পলাশ ফুলের পূর্ণতা। বাঁধবো নিবিড় সম্পর্কের সুতোয়
আমাদের প্রাণ। রাত্রির শামিয়ানা ছিঁড়ে ফেলে সাজবো খুশির অর্চিমান অরুন্ধতী।
আর এক সাথে জীবনের পথ হেঁটে যাবো বিছানো সুখের সবুজ শাদ্বল ধরে।  


                             *****