.
                  ১
রোদের চাবুক শরীরে পেটাতে পেটাতে
      দিনের সূর্য ক্লান্ত হলো যেই,
দম নিলো প্রাণ গোধূলি হাওয়ায় ভাসা
     কাজ সমাপনের গান শুনেই।
                ২
       ওরা বীজ বুনে
ফসল ফলায়, ফসল কাটে
    করে রাত দিন ছুটোছুটি,
        তবুও ওদের
ভুখা পেটে, কেনো জোটে না
    এক টুকরো শুখা রুটি?


               ৩
এমনও হয় কখনো সময়
    চলে খুশির বিপরীতে,
আর তখন সব অভিমান অভিযোগ
    নিতে হয় মাথা পেতে।


              ৪
সকল আঁধার পিছু ফেলে নতুন করে  
    আবার পাপড়ি মেলুক জীবন,  
অরুণ আলোর উজান খুশির স্রোতে
       ভেসে যাক এ প্রাণ মন।


            ৫
ও বৃষ্টি এসো তুমি  ধুইয়ে দাও মান,  
নীরব মাটি গাইবে এবার সবুজের গান।


              ৬


চিন্তা নিয়ে যদি কাটে দিন'টা
পড়ো তবে দু চারটে কবিতা।


                ৭
ভালোবাসার মানুষকে বেঁধে রেখো
      চিরদিন ভালোবাসায়,
দুঃখ কভু  আসবে না তোমার
           মনের পাড়ায় ।  


              ৮
চোখের পাতায় সে ভাসে,  
ঘুম ঘোরে সে আসে
রাত দুপুরে একলা চুপিচুপি,
হাজার আলোর অনুভবে
হাজার খুশির উৎসবে
ভালোবাসার আদরে যাকে মাপি।
  
       *********