আজ হৃদয় সমতলে  সুখের সবুজ ঘাস নেই আর
অবমাননার রোদ্দুরে ঝলসে শুকিয়ে গেছে সেই কবে;
দেশান্তরী হয়ে গেছে অনেক আগেই ছোট ছোট
আশার ফড়িং প্রজাপতি'রা দল বেঁধে; ভরে আছে  
আজ শুধুই বিষণ্ণতার শুকনো ধুলো...  
             যদি পারো
তুমি ফিরে এসো এক পশলা বৃষ্টি হয়ে
      আমি সব কিছু ভুলে
শুকিয়ে যাওয়া মনের কাণ্ডে আবার
মেলে ধরবো ভালোবাসার সবুজ পাতা...


                 *****