তোমার মন ভালো নেই বলে
এক মুঠো প্রবাসী মেঘকে তোমার তল্লাটে পাঠিয়ে দিয়ে আজ বলি-
হাজার খুশির বৃষ্টি দিয়ে ভিজিয়ে এসো আমার সবুজ মেয়ের শরীর,
ধুইয়ে দিয়ে এসো তার মনের জমাট বাঁধা সকল অভিমান গুলোকে;
আর কানে কানে বলে দিও আমি আসছি এবার খুব শীঘ্রই।  


                    তোমার মন ভালো নেই বলে
এক মুঠো রঙিন প্রজাপতিকে তোমার ঠিকানায় উড়িয়ে দিয়ে বলি-
যাও গিয়ে আজ আমার সবুজ মেয়ের চারিপাশে তোমরা ওড়ো,
তার মন ভালো করে দাও তোমাদেরই ডানার নানান রঙ দিয়ে;  
দু চোখে ছড়িয়ে দাও শুধুই ভালোলাগার উজ্জ্বল দীপ্তির কণা।      


                   তোমার মন ভালো নেই বলে
পরিযায়ী পাখিদের ঠোঁটে মিষ্টি প্রেমের গানের সুর বেঁধে দিয়ে বলি-
যাও আমার সবুজ মেয়ের বাড়ির আঙিনায় কৃষ্ণচূড়া গাছের ডালে
বসে তোমরা গান শোনাও তারে, তোমাদের সুরে সে যেন স্বপ্ন
ভেজা কল্পনার ডানায় আনমনে ভেসে যায় রঙিন প্রেমের দেশে।
  
                  তোমার মন ভালো নেই বলে
নীল সমুদ্রের সোনালী রূপালি মাছ গুলোকে আলতো করে বলি-
আমার সবুজ মেয়ের গাঁয়ের নদীর ঘাট'টির পাশে তোমরা যাও,
পড়ন্ত বিকেলে সে বিষণ্ণতা মেখে বসে থাকে অভিসারে একা একা,
সেখানে গিয়ে খেলা করো তোমরা, সুখে ভরিয়ে দাও তার মন।


                            ******