যে দাঁতে হাসেন কর্তা বাবু
             সে দাঁতেই দেন কামড়,  
যে হাতে গোনে মোটা টাকা
           সে হাতেই মারেন থাপ্পড়।


চৌদ্দ ঘন্টা কাজ করবি
            যা দেবো হাতে নিবি তাই,
কাজ দিয়েছি সৌভাগ্য তোদের  
            না দিলে তো খেতিস ছাই।


যা মজুরি দিচ্ছি তাই অনেক
           তাও আবার দুপুরে বিশ্রাম,
যত সব ছেঁড়া চটি গুলো
            তাড়াতাড়ি কর কাজ কাম।


ওরে মজুর না চাইলেও আর
               পালাতে কী তুই পারবি?
বৌ বাচ্চার ভাত কাপড়টা
            কেমন করে জোগাড় করবি।


পড়েই তোকে থাকতে হবে
               অন্যায়ের এই হাঁড়িকাঠে,
বাপের জমিটাও দখল হারিয়েছে
             সেখানে গেছে ইমারত উঠে।


বাঁকা দৃষ্টির ছোবল সয়ে
              লড়েই যা তুই দিন রাত,  
এক দিন সময় তোরও আসবে
           ভাঙবে কর্তার কামড়ে ধরা দাঁত।    


                      *****