সমাজ সাগরে মিষ্টি কথার আধার লাগিয়ে মিথ্যে প্রেমের
    ছিপ ফেলে লোকটা বসে আছে ঠান্ডা গাছের তলায়,  
               লক্ষ্য পরিস্থিতির ফাতনার দিকে ;
দু-একটা সোনালী-রূপালি মাছের টোপ গেলার অপেক্ষায় ...
         টোপ গিললেই হ্যাঁচকা টান
                    আর
            আলতো করে ধরে সযত্নে
সতর্কতায় নিয়ে যাওয়া সাজানো অ্যাকোয়েরিয়াম এর ভিতর।    


     সরল হৃদয়ের বন্দী হওয়া মাছেরা
  বদ্ধ জীবন থেকে বেরিয়ে আসার বৃথা চেষ্টা করে!


          এরপর সময় মতো
কালো কাঁচ ঘেরা ঠান্ডা গাড়ী আসে
দর দামে পোষালে চালান লেখা হয়ে যায়
        অন্যত্র চালানের জন্য...


সোনালী-রূপালি মাছ গুলো আর ফিরতে পারে না  
     উন্মুক্ত সমাজ সাগরের স্বচ্ছ খুশির ঢেউ মাখতে ...  


                    *****