একদিন ঘুরে দাঁড়াবেই অবলুপ্তির পথে হাঁটা জীবনের যতো স্বপ্ন'রা,  
   অনুগামী হবে স্বাভাবিক জীবনের ছন্দময় বৃত্তে;  
ছড়িয়ে দেবে নিজেকে আবার মনের ভেতর খুশির বাস্তুতন্ত্রের মাঝে  
বিশ্বাসের দাঁড় বেয়ে ভেসে যাবে ভালোবাসার সাগরে
           উদ্বেল উচ্ছাসে...
    তোমার একটা ডাকের অপেক্ষা
        শুধু তোমার একটা ডাকের অপেক্ষা।


একদিন সীমা ছাড়াবেই নিঃসঙ্গ আঁধারে সাঁতরানো যতো ইচ্ছেরা,  
   আশ্রয়ের সবুজ  দ্বীপে খুঁজে পাবে নতুন নিরাপত্তা;
নিম ফুলের পরাগে সিক্ত করবে নিজেদের উদাসী অনুভবী হাওয়ায়,    
গয়লার আপীন টানার মতো টেনে টেনে বের করে দেবে মনের সব
          বেদনার তরল...
    তোমার একটা ডাকের অপেক্ষা
        শুধু তোমার একটা ডাকের অপেক্ষা।


একদিন নিভে যাবে হৃদয় আঙিনায় জ্বলা যতো কঠিন কষ্টের স্মৃতিরা,    
বসন্ত রঙের উৎসবে রেঙে উঠবে আবার বুকের চরাচর;  
শ্রাবণ বৃষ্টির কলতানে আশার কিশলয় ফোটাবে শুষ্ক প্রেমের বীজ গুলো,  
হাত ছানি দেবে আবার নতুন সুরে নতুন করে আগামীর সুখেরা  
            সবুজ সম্ভাবনায় ...
     তোমার একটা ডাকের অপেক্ষা
            শুধু তোমার একটা ডাকের অপেক্ষা।


                ******