রাত পেরিয়ে আলো ছড়িয়ে
আসবে যখন নতুন সকাল,
স্পর্শতা দিয়ে মন রাঙিয়ে
করবে যখন ফাগুন মাতাল।
                 ইচ্ছে হলে একটু মনে রেখো...


চোখের উপর সুখের আদর
ঢালবে যখন একটা বিকেল,
বুকের ভেতর প্রেমের সাগর
থাকবে যখন খুশিতে উদ্বেল।  
               ইচ্ছে হলে একটু মনে রেখো ...


দূরের পথে পথ চলতে
আসবে যখন নতুন পথিক,
আঁধার রাতে খোলা ছাদে
ডাকবে যখন চাঁদ প্রেমিক।  
              ইচ্ছে হলে একটু মনে রেখো...


শ্রাবণ দিনে সুর প্রাণে
ভরাবে যখন বৃষ্টি ধারা,  
শীত কুয়াশায় প্রেম উষ্ণতায়
জাগবে যখন রাঙা স্বপ্নরা।
               ইচ্ছে হলে একটু মনে রেখো ...


হঠাৎ করে রাত দুপুরে
ভাঙবে যখন চোখের ঘুম,
সংগোপনে মনের কোণে  
ফুটবে যখন আশার কুসুম।
              ইচ্ছে হলে একটু মনে রেখো ...


একটা কবি কবিতার ছবি  
আঁকবে যখন হৃদয় ক্যানভাসে,
ভালো লাগায় উন্মাদনায়
ঝরবে যখন হাসি ঠোঁটের চারিপাশে।
               ইচ্ছে হলে একটু মনে রেখো ...


হাতের উপরে নতুন করে
পাবে যখন নতুন নির্ভরতা,
দক্ষিণ জানালায় দক্ষিণ হাওয়ায়
পড়বে যখন বাতিল দিনের কথা।  
            ইচ্ছে হলে স্মৃতির পাতা একটু উল্টে দেখো ...


                  ****