কৃষ্ণচূড়া গাছটা তেমনি আছে
গত কালকের ঝড়ে দু চারটে ডাল পালায় অপ্রত্যাশিত
কিছু আঘাত লেগেছিলো বটে ;  
ভোরের নতুন আলোয় আবার সে আগেরি মতন সব ভুলে।  

নদীর ঘাট'টা আজ শূন্য কেনো ?
কোথায় গেলো সব
কেউ তো এলো না আজ জল আনতে
কৃষ্ণচূড়ার তলে বসে কৃষ্ণচূড়ার সাথে একটু গল্প করতে,  
কী হয়েছে সবার ...
ঝড় তো শুধুই আঘাত করে ছিলো তাকেই
আর সেও তো একাই সয়েছে নীরবে দাঁড়িয়ে সব ।


কৃষ্ণচূড়া তাকিয়ে থাকে উৎকন্ঠায়
     পাকা গম রঙের মেয়েটিও আজ
                         কোথায় গেলো ......  


                ******