তুমি কি বুঝতে পারো না
এ চোখের নীরব ভাষাদের ব্যকরণ। বিদ্যুৎ গতিতে ভেসে চলা
তোমার দিকে আমার মেঘদূত ভাবনা গুলোকে। এ ঠোঁটের বারান্দায়  
আটকে থাকা ভোরের প্রথম রোদ্দুর ভালোবাসাকে। হাসির তরঙ্গে তরঙ্গে
জেগে ওঠা কামনার সফেন আজ তোমায় কতোটা খোঁজে, কতটা
সন্নিকর্ষে আসতে চায়, কতটা জড়িয়ে থাকতে চায়, কতোটা ভেজাতে
চায় সমুদ্র সৈকত ধোয়া ঢেউ এর মতো উচ্ছ্বল অনুরাগে ...    


                     তুমি কি বুঝতে পারো না  
এ চোখে গুচ্ছমূল হয়ে বসে থাকা অপেক্ষা গুলোকে, যারা পাতার  
মতো মাথা নেড়ে নেড়ে আহ্বান পাঠায় শুধুই তোমায় নানান ভঙ্গিমায়।      
আমার বসন্ত রাঙানো রঙিন কথা গুলো উপচে পড়া তরলের মতো কেনো
তোমার কাছে  খুঁজে পায় ব্যপ্তি, আর কেনোই বা আলগা অভিমানের
পলিতে আত্মগোপন করে মনের প্রিয় কথারা। অভিমানের পলিতে  
আবেগের কণা গুলো আজ শুধু তোমার জন্যই যে দেদীপ্যমান ...      


                    তুমি কি বুঝতে পারো না
এ টালমাটাল মন আজ কতোটা নেশাতুর, কতটা অন্বেষী, তোমার
সোহাগ পূর্ণতার পূর্ণিমা মেখে হারিয়ে যেতে সুখের খোঁজে। হৃদয় মন্দিরে
আজ আশা-ভরসা ইচ্ছে প্রীতি অনুভব অনুভূতিদের এতো সমাগম,এতো  
আয়োজন, এতো উৎসব সব যে তোমায় ঘিরে। আমার যৌবন পাপড়িতে  
তোমার এক পশলা সুখের বৃষ্টি মাখাতে ঘুরে বেড়াই তোমারই আসেপাশে,  
শরীর মন প্রাণ জুড়ে এতো নতুনত্বের আগমন তোমারই জন্য ...


                 তুমি কি সত্যই বুঝতে পারো না  
তোমার বাতায়নে দৃষ্টি ছুঁড়ে কেনো বারেবারে আমি হারিয়ে যাই অচিন
কল্পলোকে, কেনো সম্পর্কের সাঁকো গড়তে চাই পড়ন্ত বিকেলের আলোয়
ডুবে। তুমি তবুও যদি না বোঝো তবে বেশ আজই শোনো - ''বলিষ্ঠ তাল    
পাতার ফলায় বিদ্ধ হওয়া নরম হাওয়া'দের মতো তোমার প্রেমের ফলায়
বিদ্ধ হয়েছে আমার এ হৃদয়।''  তাই স্বপ্ন সিক্ত ঘুমে, জাগরনে, অনুভব
অনুধাবনে শুধু তোমায় খুঁজি, তোমায় ভাবি, তোমায় দেখি নিরন্তর ...  


                           *******


(বিশেষ ধন্যবাদ প্রিয় কবি 'আনিছুর রহমান' দাদাকে, গতকাল প্রিয় দাদার প্রকাশিত ''কেনো' কবিতা থেকে আমার এই লেখার প্রেরণা )