ভাবনার সাথে ভাবনা সেলাই করে
রোজই বানাই কিছু কবিতার জামা,
বুকের সামনে রাখি আশার পকেট
বোতাম স্বরূপ বসাই কিছু উপমা।


কলারেতে রাখি রঙিন প্রেমের কাজ
তার উপর থাকে ভরসার টাই,
আস্তিনটা জুড়ে লাগানো খুশির কণা
মন পরলেই হবে যাবে চিকনাই।


কলম ছুঁচে, নীল কালির সুতোয়
তৈরি জামা যদি তোমার হয় পছন্দ,
ইচ্ছে খুশি নিতে পারো ছুঁতে পারো
আমার তো শুধু তাতেই আনন্দ।


কনকনে শীত হোক বা কাঠফাটা গ্রীষ্ম
যখন খুশি পরে দেখতে পারো,
সুখ-দুঃখের মুহূর্তে আনন্দ দেবে সে;
যদি তুমি তার সাথ না ছাড়ো।