মেঘ ছুঁড়েছে ইলশে গুঁড়ি
ফুটে উঠেছে ফুলের কুঁড়ি  
          তাই আজ আবার নতুন করে,  
মন করেছে হাওয়া'রা চুরি
ফেরারি ডানায় তাইতো উড়ি  
          শীতলতার সুখে অচিন পুরে।
দূর মেঘেদের হাতছানি  
ঝিমিয়ে পড়া সবুজ বনানী
          নতুন ছোঁয়া পেয়েছে আজ শরীরে ...


বৃষ্টি নেমেছে চারিপাশ জুড়ে
সৃষ্টি জেগেছে মাটি ফুঁড়ে ফুঁড়ে...  
তুমি কেনো আছো দূরে সরে
চলে এসো কাছে এ হাতটি ধরে ।।


            ২
রামধনু খুশি সবার চোখে
দোয়েল শ্যামা ফিঙে চাতকে
          নাচে আজ আনকোরা ছন্দে,  
প্রাণ বীণার তারে তারে
মেঘ মল্লার রাগিণী সুরে
           প্রেমের গান বাজে আনন্দে।
মন মোহিনী প্রিয়া তুমি
তোমার ভানায় প্রেমের ঊর্মি
           উঠেছে যে জেগে হৃদয় সাগরে...


বৃষ্টি নেমেছে চারিপাশ জুড়ে
সৃষ্টি জেগেছে মাটি ফুঁড়ে ফুঁড়ে...  
তুমি কেনো আছো দূরে সরে
চলে এসো কাছে এ হাতটি ধরে ।।

              ৩
কাঠ ফাটা মাঠ ধূ ধূ প্রান্তর
গরমে কাতরানো গ্রাম শহর
           ফেলেছে আজ একটু স্বস্তির শ্বাস,  
নদীর জলেতে নতুন ধারা
করেছে মিলনের বোঝাপড়া
         ঢেউএর সাথে তুলছে সুখের উচ্ছ্বাস।    
বেগানা যত ইচ্ছে গুলো  
কানে কানে বলে গেলো
         তোমার সাথে সাজাবো আজ স্বপ্নটারে ...  


বৃষ্টি নেমেছে চারিপাশ জুড়ে
সৃষ্টি জেগেছে মাটি ফুঁড়ে ফুঁড়ে...
তুমি কেনো আছো দূরে সরে
চলে এসো কাছে এ হাতটি ধরে।।


               *****