ধরেছে রোদ মেঘের শরীর
শীতল হাওয়া হয়েছে স্থির  
          প্রাণের শান্তি উধাও এই গরমে তাই,  
করেছে রোদ মাটি চৌচির
উঠেছে বুকে অস্বস্তির প্রাচীর  
         পেয়েছে মনে নাজেহাল অবস্থারা ঠাঁই।
বল নারে ওরে বন্ধু  
     গলা ছেড়ে এবার শুধু
             এই গরমে এই নরম কথাটাই ......


           বৃষ্টি চাই  বৃষ্টি চাই  
    ও আকাশ আজ শুধুই বৃষ্টি চাই।।  


গাছের ছায়ায় একটু বসে
শীতলতার খোঁজে মন ফ্যাকাসে
            ঘামে ডোবা শরীর করছে হাঁসফাঁস,  
মন পড়ে রয় আশেপাশে
প্রিয় জনের বিরক্তি নিঃশ্বাসে
            বন্ধ পড়ে যে রঙিন প্রেমের চাষবাস ।
বল নারে ওরে বন্ধু
      ঘুচে যাক এই ধু ধু  
          পাক জীবন এক ডাকেতেই রেহাই ......


         বৃষ্টি চাই  বৃষ্টি চাই  
    ও আকাশ আজ শুধুই বৃষ্টি চাই।।  


ঝিমিয়ে পড়া গাছের পাতা
সেও খোঁজে একটু শীতলতা
            অকালে ঝরছে কিশোরী ফুলের পাপড়ি,  
চিলের ডানা আজ খোঁজে না
উঠে যাওয়ার অন্য ঠিকানা
            চাতক- চাতকী করে রয়েছে মুখটি ভারী।    
বল নারে ওরে বন্ধু
  মুছতে ঘামের সব বিন্দু
           ভাসাতে মনে জমে থাকা অস্বস্তির ছাই ....
    
            বৃষ্টি চাই  বৃষ্টি চাই  
    ও আকাশ আজ শুধুই বৃষ্টি চাই।।  


              ******