গাছে কুড়ুল মারা এক বুক বেদনা নিয়ে তালিয়ে যাচ্ছি গাঢ় শূন্যতায়;
তোমার অভিমানেরা আজ পরিণত হয়েছে শাণিত অভিযোগে।
      লেলিহান অপমানের তুরপুন দিয়ে আজ বুকের
পাঁজড় ফুটো ফুটো করে গেঁথে দিলে তুমি কঠিন যন্ত্রণার পেরেক।  
  জানিনা কিসের আবেশে চলে গেলে
       অন্য আকাশে জীবনের ঘুড়ি ওড়াতে,
            জীবনের নতুন মধুর আস্বাদনে।
এঁকে দিলে আমার কপালে সব ভুলের তিলক।
আমি তো অবলীলায় খেজুর গাছের মতো কতো নীরবে ব্যথা সয়ে
    উজাড় করে দিয়েছি তোমায় আমার সব সুখের রস।  
ঢেকে দিতে চেয়েছি প্রেমের রঙিন পাপড়ি দিয়ে তোমারই
      সব গোধুলী আকাশ বর্ণ বিষাদ।
ছিঁড়ে ফেলতে চেয়েছি তোমার মনের ঈশান কোণে জমা
          দুঃখের মেদুক মেঘকে।


আজ পানকৌড়ির ডানা থেকে জলে খসে পড়া প্রিয়
রোদের খোসাকে  মনে হয় মায়াবী , চারিপাশ জুড়ে মৃগতৃষ্ণিকা।  
পেলব হৃদয় কাঁচা রাস্তার উপর মাল বোঝাই ট্রাক বসে যাওয়ার মতো
         গভীর ক্ষত নিয়ে পড়ে আছে।  
                চোখের জলে চোখেরই অবগাহণ!
প্রতিটি কান্নার কণা ঝরে পড়ে ঝরা পাতার উপর তোমার নামে।    
মরা মাছের চোখের মতো নিঃস্পলকে নিস্তব্ধতায়
     তোমার স্মৃতি নিয়ে এঁকে যাই আজ শুধুই নানান ছবি,  
আর ফালি ফালি অপেক্ষা গুলোকে ছুঁয়ে ভাবি
        তুমি ফিরবে! তুমি ঠিক ফিরবে আবার......  
  


                      ********