মেঘ জমেছে মনের চারিদিকে আজ
     ঝরছে চোখে জলের কণা,
ধূ ধূ শূন্যতার মাঝে গিয়েছে হারিয়ে  
     সব খুশিদের বেচা কেনা।  


দুঃখের আগুন লাগা শরীর যে আজ    
    পুড়ছে নীরবে স্বপ্নটা একলা,
রঙিন আশার পথে নিরাশার মিছিল  
    ভাবিনি আসবে এই বেলা।


শিরায় শিরায় বিষন্নতার বিষাক্ত ঢেউ
    বুকের উপর এলোমেলো ঝড়,
সুখের বাঁশি ফেলেছে সুর হারিয়ে  
      ধূসর হয়েছে এ অন্তর।


বেদনারা আজ সীমানা দিয়েছে টেনে
    সকল অধিকারের চারিদিকে,  
ইচ্ছেরা দেখি প্রাণ হারায় ছটপট করে  
    দুটি চোখের প্রতিটি পলকে।


মুহূর্তে মুহূর্তে শুধুই ছোবল মারে
      আজ নীল যন্ত্রণাদের ফণা,
জীবন মুখ বুজে সয়ে একলা তবুও  
    তোমায় কিছু বলতে পারেনা।  


               *****