নতুন করে  সকাল এলো
সময়ের পিঠে চড়ে,
পাখিরা সব মেললো ডানা
নিজের মতন করে ।


ভ্রমর এলো ফুলের কাছে
শিশির পড়লো ঝরে,
অলস হাওয়া ঘুম সরালো
প্রজাপতিদের সুরে।


মেঘ শরীরে রঙের ছটা
খুশির দোলা চলে,
নদীর বুকে ভাসলো তরী
নতুন স্রোতের উচ্ছলে।


চোখের ভেতর থাকনা এখন
স্বপ্নদের লুকোচুরি,
আলোর আদরে ফুটবে মনে
রঙিন আশার কুঁড়ি।


চোখের দুয়ার খোলো এবার
মিটুক প্রাণের তৃষা,
পূব জানালায় দাঁড়িয়ে আছে
রোদ্দুর ভালোবাসা।


      ******