মাংস বিক্রেতার সাইকেলে দু'পা বাঁধা
ঝোলানো মুরগীর মতো আজও কিছু পাষণ্ড
আমাদের স্বাভাবিক জীবনের অধিকার গুলোকে
ঝুলিয়ে নিয়ে যায় ক্ষমতার বাঁধনে বেঁধে ।
অতঃপর আঘাত করে! জবাই করে
সময়ে-অসময়ে প্রাপ্য অধিকার গুলোকে ।
আর আমরা সব ভীতু !
মাছের চোখের মতো নীরবে দেখি তা ।
কখনো সখনো চেঁচাই যদিও
তবে
ভীরুতার উদ্ধত খড়গের নীচে শান্ত হয়ে
জড়সড় হয়ে এক কোণে চুপ করে বসে থাকি ।  
দু'টুকরো খাবার খুঁটতে খুঁটতে
নিজেদের অধিকারের মৃত্যু দেখি বোবার মতন।


শুধু ভুলে যাই―আমদেরও নখ আছে,
আমদেরও ঠোঁট আছে, শক্তি-সাহস আছে;
যা দিয়ে পাষণ্ড গুলোর শরীরে আঁচড় টেনে
নিজেদেরই অধিকার গুলো ফিরিয়ে নিতে ।


          *********