কী দিয়ে তোমায় করবো বরণ?  
ঘরের উঠনে আজ প্রিয় জনের লাশ,
শুধুই রক্ত ঝরছে কান্না ঝরছে
চারিপাশ জুড়ে গোলাগুলি সন্ত্রাস।


কী দিয়ে তোমায় করবো বরণ?  
চুরি হয়ে গেছে সব সুখের ফাগুন,
হাহাকারের সুর হাওয়ায় ভাসে
বুকের ভেতর জ্বলছে যন্ত্রণার আগুন।  


কী দিয়ে তোমায় করবো বরণ?
অন্তরে যে বাজে আজ অবক্ষয়ের অন্তরা,
অভব্য'রা অত্যাচারের চাবুক চালিয়ে
গ্রামেরই মানুষকে করেছে ঘরছাড়া।  


কী দিয়ে তোমায় করবো বরণ?
মনের মাটিতে হাঁটে হতাশারই মিছিল,
হারিয়ে গেছে বেঁচে থাকার ভাষা  
হিংসারই নীল ছোবলে প্রাণ কাহিল।  


কী দিয়ে তোমায় করবো বরণ ?
এবার তুমিই বলো শুভ নববর্ষ !  
তোমার কাছেতে শুধু এটুক চাওয়া  
ফিরিয়ে দাও শান্তি; থামিয়ে সংঘর্ষ।  


             ****