কালো মেয়ের কালো গাল বেয়ে সবুজ বনানীর বিস্তার।
প্রকৃতির সব আভরণ উদ্ভাসিত হয়ে ওঠে
যেন তাঁর মেঘলা চুলের কবরীর বাঁধন ঘনতায়
তাঁর শরীরের শান্ত সরলতায়,
কবরীতে গোঁজা পলাশ ফুলও পরিপূর্ণতা খুঁজে পায়
তাঁর পেলব স্পর্শ মুগ্ধতায়।
মেঠো সুরের ঝর্ণা ধারা যেন তাঁর কণ্ঠের পথ ধরে
ঠোঁটের কোল বেয়ে মেশে নিবিড় অরণ্যর সুরের সাগরে।


সমীরণের কী অসীম আনন্দ!


এক আলোর কণা তাকিয়ে থাকে শুধুই তন্ময় দৃষ্টিতে
কৌতূহলে তাঁর দিকে;
জানি না কী পেতে সে কামনা করে
তাঁর কালো মুখের লাস্যময়ীতা ......


***********