সু-বোধের আজ ভাঙছে দু'পাড়
বইছে চারিপাশে নগ্নতারই প্লাবন,
জীবন ডুবছে তারই নীলচে জলে
মন ভুলছে মূল্যবোধের ব্যাকরণ।


দৃষ্টি গুলো এলোমেলো অগোছালো
সংযমের সাথে নেই সমন্বয়ের মিল,
লোলুপতার লাল দু'চোখের ওমে
পুড়ে গেছে সহমর্মিতার শঙ্খচিল।


নরম মাটির বুকে নাকি খনি আছে?
শাবল দিয়ে খুঁড়ছে কেউ রাতদিন,
একই খবর রোজই কাগজে আসে
আবারো ধর্ষিত কুমারীত্বের জমিন।


সচেতনতার সাইরেনে ঘুম ভাঙে না
মনুষ্যত্বে মাথা কুরে খাচ্ছে হিংসা,
মিছে ভালবাসা সামনে সাজিয়ে রেখে
শরীর শিখছে উষ্ণ কামনার ভাষা।


অমানবিকতারই অন্ধকার গিলে
এভাবে কি তবে কেটে যাবে কাল ?
প্রশ্ন করো নিজেকেই  সাবার আগে-
গোপনে কতোটা জড়ো করেছো জঞ্জাল?