নদী বাঁধেরই আজ কপাল ফেটেছে
বৃষ্টিও হয়েছে ভীষণ বাঁধন ছাড়া,
বিপন্ন জীবন খুঁজছে আশ্রয়টুকু
জলে জলমগ্ন তোমার আমার পাড়া। .


পথ ঘাটেরাও সব ঘুমিয়ে গিয়েছে
সেই জলেরই ঘোলাটে চাদর গায়ে,
উঁচু কোন এক ডাঙারই খোঁজে; যাচ্ছে
কেউবা সাঁতারে; কেউবা নৌকো বেয়ে।


মাথার উপর কারো বোচকা-পটলা!
এক বুক জলে করে বাঁচার লড়াই,
সবারই মন জুড়ে আতঙ্কের ভিড়
শুধুই একটু সাহায্যের ত্রাণ চাই ।


বাচ্চা গুলো হায় খুব কাঁদছে খুদায়
বৃদ্ধ-বৃদ্ধারা অসুস্থ ভীষণ রকম
সাজানো জীবন এলোমেলো হলো
ঝরলো হঠাৎ সব সুখের কদম।


অসহায়ত্বের ঝড় চারিধারে যেন
রঙহীন দুটি চোখে কান্নাদের বাসা।
তবু হাতের উপর এ হাতটি রেখে
ঐক্য সহযোগিতাই বাঁচার ভরসা।