দুঃখগুলো আজ জমাট বাঁধা, খুশির পাতাগুলো ছেঁড়া ।
হঠাৎ করেই সব লকডাউন; জানিনা কবে হবে ঘরে ফেরা।


চোখের কোণে জলপ্রপাত, বুকের নিচে নুড়ি-পাথর ।
হঠাৎ করেই এলো মহামারী, আতঙ্কিত সব গ্রাম শহর ।


আটকে আছি এই শহরে, ভাসছে মনে আপনজনের মুখ ।
ওরা সবাই কেমন আছে? জানবার জন্য ভীষণ উৎসুক ।


একফালি ঘর বন্দী সারাদিন, রাতে জানালায় পড়ে জোছনা ।
ঘুম ভেঙে যায় হঠাৎই, বাড়ে আপনজন ছেড়ে থাকার যন্ত্রণা ।


ঘুচবে কবে এ দুর্দিন এ অন্ধকার, কবে মুক্তি পাবে ইচ্ছেরা ।
স্মৃতি আঁকড়ে কাটছে জীবন, জানিনা কবে হবে ঘরে ফেরা।


✍️১১.০৪.২০২০