পলাশ কুঁড়ি মেললো পাপড়ি  
আজ ফাগুন এলো দ্বারে,  
লাজুক ও মন সাজুক এখন
নানা খুশির রঙ বাহারে।  


কোকিল সুরে যাক না উড়ে
তোমার মনের ইচ্ছে সকল,
ঠোঁটের হাসি হোক বানভাসি
প্রাণেতে প্রেম করুক ঝলমল।


দক্ষিণ জানলায় দক্ষিণ হাওয়ায়
ভাসুক না হয় চেনা অনুভব,    
নতুন সুরে হৃদয় জুড়ে  
বসুক মিলন প্রীতির উৎসব।


ঝরা পাতায় নূপুর বাজায়
হাওয়াদের ডানায় ভাসে সুখ,  
মগ্ন বোধে মিঠে রোদে  
দুটি প্রাণ এক হয়ে মিশুক ।  


নতুন পাতা দুলায় মাথা
নীরবতা যাক সব সরে,    
পলাশ শিমুল আম্র মুকুল
দিক জীবনে খুশি ভরে ।