নগ্নতারই দেশলাই কাঠি ঠুকে ওরা 'নেড়াপোড়া' করছে
আজ ঐতিহ্যময় সনাতন সংস্কৃতির সৌম্য-কান্তি শরীর কে।    
তবুও আমাদের নাকের মধ্য তার পোড়া গন্ধটুকুও আসছে না।
শরীরেও লাগছে না একটুও তার এ নির্মম হত্যার উষ্ণ আঁচ!
                    তবে কী  
কুম্ভকর্ণ হয়ে আজ শীত নিদ্রায় মগ্ন আমাদের সবুজ চেতনা ?


রাজনীতির ধনুক থেকে ওরা ধর্ম বিদ্বেষের তীক্ষ্ণ তীর ছুঁড়ে  
এফোঁড়-ওফোঁড় করে দিচ্ছে আজ সাম্যতার স্বচ্ছ বুক।  
তবুও আমাদের কানে আসছে না তার আর্তনাদের গোঙানি।  
প্রাণে শিহরণ জাগাচ্ছে না একটুও তার তাজা রক্তের ফোঁটা।
                   তবে কী  
লম্বকর্ণ হয়ে আজ ভীরুতার লতা-পাতা চিবাচ্ছে আমাদের বোধ ?    


শাসন-শোষণের শিল-নোড়ার মাঝে মানবতাকে শুইয়ে রেখে  
ওরা মশলা বাটার মতন বেটে দিচ্ছে আজ তার হাড়-পাঁজর।    
তবুও আমরা ধৃতরাষ্ট্রের মতো দেখতে পাচ্ছি না এ ভয়ঙ্কর চিত্র।
দু'পায়ে দুর্বলতা ঘেঁটে একটুও অগ্রসর হচ্ছি না তারে বাঁচাতে।  
                    তবে কী
জরাজীর্ণ ভগ্ন-ভাগাড়ে আজ লুকিয়ে পড়েছে আমাদের সাহসিকতা ?


শৃঙ্খলার মাটিতে মূল্যবোধের মুণ্ডু কেটে, ওরা তার গলা দিয়ে  
ক্ষমতার রাজ দণ্ড পুঁতে, উড়িয়ে দিচ্ছে দাম্ভিকতার বৈজয়ন্তী।  
তবুও আমাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসছে না একটুও গর্জন,  
তর্জনীও একটুও সোজা হচ্ছে না তাদের চোখ বরাবর, মুখ বরাবর!  
                   তবে কী
চূর্ণ-বিচূর্ণ হয়ে আজ আঁধারে মিশে গেছে আমাদের ঐক্যবদ্ধ শক্তি?  


যদি কিছুই না হয়ে থাকে তাহলে কোথায় গেলো-
ইতিহাস কাঁপানো সে সুদীপ্ত চেতনা?  
কোথায় গেলো সে স্বচ্ছ মনের  শুভ বোধ,
বীর যোদ্ধার মতো বুকে হিমালয় উঁচু সাহসিকতা,
মাটির শরীর আঁকড়ে ধরা শিকড়ের ঐক্যবদ্ধতা ?


           যদি কোথাও না গিয়ে থাকে -
তাহলে কেনো আর এ ব্যক্তি কেন্দ্রিক 'ইঁদুর কলে' নিজেরদের  
আটকে রাখা?  কেনো আর সব বুঝেও উদাসীনতার কোল বালিশ  
জড়িয়ে ঘুমিয়ে পড়া নীরবতার চাদর গায়ে? সব দেখেও
দ্বিধা-বোধের হাতপাখা নেড়ে কেনো আর অলসতায় গা ভাসানো?    
কেনো?  কেনো আর নিজেদের মৃত্যুকে দুর্বলতার রুমাল নেড়ে
ষাঁড়ের মত সাদরে আমন্ত্রণ করা ।

না আর নয় !!

এসো আজ নিজেদের জড়তার কুঁড়ে ঘরে নব চেতনার হাত বোমা
মেরে জেগে উঠি  ! জেগে উঠি একসাথে ওদের বিরুদ্ধে
দেদীপ্যমান সাহসিকতায়। সমবেত কণ্ঠে অগ্নুৎপাত করি প্রতিবাদের গর্জন।
রুদ্ধ করি সমাজ অবক্ষয়ের পথ।  
বুকের আগুন দিয়ে অসাম্যতার নগ্নতার সব কাঠ কুটোর জঙ্গল  
পুড়িয়ে ছাই করে চারিপাশে ছড়িয়ে দিই সুস্থতার উত্তাপ।
সাম্যতার ত্বিষাম্পতি কিরণ চোখের পাতায় মেখে  
প্রশান্তির হাত ধরে রঙিন দিন যাপনের সোপানে রাখি পা ।  


                      ********