** আমার ৩৫০তম কবিতার পাতায় আপনাকে স্বাগতম**
________________________________


বুকের পাটা সলিড করে
বিয়াল্লিশ ইঞ্চি ছাতি ফুলিয়ে  
সমাজের বুকে দাঁড়িয়ে আছে মাস্তান অপসংস্কৃতি।
তার পাঁজরের হাড় আজ জানালার রডের মতো শক্ত;  
পায়ের নিচে তার ঔচিত্য-হীনতার কংক্রিট ঢালাই,
মেরুদণ্ড সহজে নোয়ানো ভার।


ওদিকে সংস্কৃতি
তার নাভিমূলে যন্ত্রণা ব্যথা নিয়ে
ছটফট করছে, কাতরাচ্ছে অসহায়ত্বের
পাশবালিশ জড়িয়ে গোধূলির বিছানায়।
কেউ আসছে না
কেউ আসছে না তাকে বাঁচাতে।
সবাই বেঁকে গেছে ক্ষমতাশালীর দিকে।


শিষ্টাচার ঠোঁটে নিয়ে যে ক'জন    
আসছে তাদের ভেতরও বেশীর ভাগ ছদ্মবেশী।
সংস্কৃতিকে বাঁচাতে
তারা সারা সকাল রবীন্দ্র সঙ্গীতে গলা ভিজায় ,
সামাজিক শিক্ষা-দীক্ষায়
রীতি-নীতিতে নাম কুড়ায়
লোকচক্ষুতে উড়ায় সংস্কৃতির বৈজয়ন্তী ।  


কিন্তু অতঃপর  
তারাও প্রতি দিনের জিভের তলায়  
উগ্র মিউজিকের তালে তালে নরম মাংসের সাথে  
শরীর দুলিয়ে, অবৈধ টাটকা যৌনতার ভেজা গন্ধ
চাটতে চাটতে সঁপে দেয় নিজেকে;  
সঁপে দেয় নিজের শুভ-চৈতন্য বোধকে
অপসংস্কৃতি নীল পা'য়।


আর সংস্কৃতি! চোখের জলে চোখ ধুয়ে
ধীরে ধীরে আশ্রয় নেয় বিপন্নতার বুক পকেটে।  


            
               ********