মনের মাটি আজ ফুটিফাটা  
চলছে না জীবন এ গরমে আর,
শুষ্ক সময় হয়েছে সাদামাটা
শীতলতার যে খুবই দরকার।
বুকের ভেতর বইছে ধু ধু ঝড়
থেমে গেছে সকল সুখের সৃষ্টি,
চোখের উপর গুনছি প্রহর
মেলেছি এক ফালি অপেক্ষার দৃষ্টি।
''এক পশলা বৃষ্টি চাই
আজ শুধু এক পশলা বৃষ্টি ...।।''


পুড়ছে প্রাণ বন্ধ ঘরে
খুলছে না কিছুতেই স্বস্তির দ্বার,
বিবর্ণতায় ভরে গেছে সব
কষ্টরা যেন আজ নতুন উপহার।
হারাচ্ছে হিয়া সুখ পাপিয়া  
সকল খুশির সুর নিয়েছে ছুটি,  
উষ্ণ হাওয়া করে আসা যাওয়া
চাঁদি ফাটা রোদ দেখায় ভ্রুকুটি।  
''এক পশলা বৃষ্টি চাই
আজ শুধু এক পশলা বৃষ্টি ...।। ''


মন লাগে না কোন কিছুতেই
চারিপাশ জুড়ে যেন হাহাকার,  
এক ঝাঁক মাথা ধরা বিরক্তি  
ঘুরপাক খায় ভেতরেই বারংবার।  
সবুজ পাতা আজ খুঁজে স্পর্শতা  
ধুতে চায় শীতল জলে তার মুখটি,
আকাশ পানে কেনো কে জানে
তাকিয়ে ঝরে যায় কৃষ্ণচূড়াও ফুলটি ।
''এক পশলা বৃষ্টি চাই  
আজ শুধু এক পশলা বৃষ্টি ...।।''


            *******