আধ পোড়া দেশলাই কাঠির মতো
পড়ে আছি শূন্যতার সমভূমিতে সঙ্গীহীন । একা ।
দীর্ঘশ্বাসের সিঁড়ি বেয়ে মন খারাপের চিলেকোঠায়
হেঁটে আসছে শুধু তোমারই ঝুরো ঝুরো স্মৃতি ।
বৃষ্টি ধোয়া পাতার মতো চকচক করছে
শুধু তোমারই হাসি মুখ ।  


অথচ তুমি বিশ্বাসের নোঙর তুলে
লালসার পাড় ধরে পাড়ি দিলে আনকোরা আবেগের  
সবুজ বন্দরে উচ্চাকাঙ্ক্ষার উদযাপনে ।  
আর অভিমানের ধনুক থেকে শত অভিযোগের
তির ছুঁড়ে বিদ্ধ করলে পায়রার মতো নরম এ বুক ।  
ছত্রভঙ্গ করলে সম্পর্কের সম্প্রীতি । অহমিকার
শিখর হতে অবহেলার পাথার গড়িয়ে গড়িয়ে
ভরাট করলে ভালোবাসায় পুষ্ট হৃদয়ের হ্রদ ।
চিতা নেভা আশার কাঠকয়লা দিয়ে  
খুশির পিঠে খোদাই করলে যন্ত্রণার লিপি ।।  


তবু আজও সদ্য জন্মানো পাখির ছানাদের মতো
বিষণ্ণতার কোঠর থেকে মুখ বের করে থাকে
কিছু অপেক্ষারা । হয়তো বা কোনদিন
তুমি আবারও ঠোঁটে করে নিয়ে আসবে-  
এক মুঠো ভালোবাসা। এক টুকরো হাসি।


           **********