তিনি দাঁড়িয়ে আছেন
দাবানলে পোড়া গাছের মতো
দুপায়ে অসহ্য যন্ত্রণার আগুন মেখে


তিনি দাঁড়িয়ে আছেন
যূপকাষ্ঠে আটকে যাওয়া পশুর মতো
উপায়হীন অভাবের অসহায়তা নিয়ে


তিনি দাঁড়িয়ে আছেন
দুচোখে কষ্টের অশ্রু লুকিয়ে
অন্ধকারের সাথে লড়াই করে যাওয়া
একটা জ্বলন্ত মোমবাতির মতো


কেননা তিনি জানেন
তার দাঁড়িয়ে থাকাই হয়তো এনে দেবে
সভ্যতার শিরদাঁড়ায় সাফল্যের জোয়ার
শিরায় শিরায় ছড়িয়ে দেবে সুস্থতার স্রোত


কিন্তু তিনি কে ?


আপনার ভেতরের ধৈর্য ।


✍️০৫.০৪.২০২০