ছেলেটির বয়স সাত কি আট!
ট্রেনের পেটে চেপে  মায়ের সাথে
যাচ্ছিলো মামার বাড়ি ।


হঠাৎই সে কামরার দেওয়ালে সাঁটানো  
একটা রঙিন কাগজের বিজ্ঞাপনের দিকে
তাকিয়ে; তা পড়তে পড়তে মা কে  
জিজ্ঞেস করলো-  
মা! স্বপ্নদোষ কী ?  
শীঘ্রপতন কী ?
সাদাস্রাব কী ?  


মা ছেলেটিকে কোনো উত্তর দিতে পারেনি!
অন্যান্য যাত্রীদের সামনে লজ্জার ছুরিতে
তার যেন কেটে যাওয়া মাথা  
বাকিটা পথ শুধু ভেবেছে-    
স্বচ্ছ ভারত মিশন কবে স্বচ্ছ হবে ?  
ট্রেনেরই কামরা কবে এই সমস্ত  
বিজ্ঞাপনের দূষণ থেকে মুক্তি পাবে?